আসুসের ভিভোবুক সিরিজের নতুৃন ল্যাপটপ বাজারে

১ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫৯  
বাংলাদেশের বাজারে তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস নিয়ে এলো তাদের জনপ্রিয় ভিভোবুক এস সিরিজের ২০২০ সংস্করণ আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫। বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সারা বাংলাদেশে তার সকল ব্রাঞ্চে একযোগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কাঙ্খিত সিরিজের যাত্রা শুরু করে। চারটি ভিন্ন ভিন্ন রঙের ল্যাপটপ খুবই হালকা এবং সহজে বহনযোগ্য। ইন্টেল ১০ম জেনারেশন কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসরের সাথে ৮জিবি অথবা ১৬জিবি র‍্যামের সমন্বয়ে বাজারে এসেছে। ল্যাপটপটিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স চিপসেট। ল্যাপটপটির বাজারমূল্য শুরু হয়েছে ৬৯,৫০০ টাকা থেকে, সাথে রয়েছে ২ বছরের জন্য বিক্রয়োত্তর সেবা।